361674

ক্ষতিকর উপাদান পাওয়ায় মডার্না টিকা ব্যবহার বন্ধ করলো জাপান

নিউজ ডেস্ক।। দেশটির স্বাস্থ্য মন্ত্রী বলেন, প্রায় ৫ লাখ ৬০ হাজার শিশির তিনটি ব্যাচের কিছু ডোজের মধ্যে দূষিত বস্তুকণা পাওয়া গেছে। ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে মডার্নার প্রায় ১ দশমিক ৬৩ মিলিয়ন ভ্যাকসিন ডোজ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স

তবে মডার্না কর্তপক্ষ জানিয়েছে, ভ্যাকসিনের মধ্যে পাওয়া উপাদান কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না। এ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানটির জন্য নতুন একটি বাধা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাপানে মর্ডানা ভ্যাকসিন বিক্রয়কারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান টেকেডা ফার্মাসিটিক্যাল জানিয়েছে, অধিক সতর্কতাস্বরুপ তারা মডার্নার তিনটি ব্যাচের সরবরাহ বন্ধ করে দিয়েছে।

টেকেডা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভ্যাকসিনের মধ্যে দূষিত বস্তু পাওয়ার বিষয়টি জানতে পেরেছে। বিষয়টি তারা তদন্ত করছেন এবং তাদের অংশীদারদেরকে সঙ্গে নিয়ে খুব দ্রত এ বিষয়ে কাজ করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

টেকেডা ফার্মাসিটিক্যাল জানিয়েছে, এ দূষিত বস্তু স্পেনে উৎপাদন কারখানা থেকেই মিশ্রিত হয়ে থাকতে পারে। কারণ এ ভ্যাকসিন সরবরাহ করতে স্পেনের উৎপাদন কারখানার সঙ্গে চুক্তি করা হয়েছিলো।

তবে এ খবরে অন্য দেশগুলোতে মডার্না টিকা সরবরাহ করার বিষয়টি প্রভাবিত করবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

 

ad

পাঠকের মতামত