361740

করোনা ভাইরাসের ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে সাপের বিষ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। ব্রাজিলের একদল গবেষক সাপের বিষ বানরের ওপর প্রয়োগ করে করোনার সংক্রমণ কমাতে সক্ষম হয়েছেন। চলতি মাসে বিজ্ঞানভিত্তিক সাময়িকী মলিকিউলসে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে বানরের কোষে জারারাকুস্সু সাপের বিষ প্রবেশের পর ভাইরাসের কার্যক্ষমতা ৭৫ শতাংশ কমানো সম্ভব হযেছে। গবেষকরা বলছেন, সাপটির বিষ ব্যাকটেরিয়া প্রতিরোধে খুবই কার্যকরি।

সাও পাওলো বিশ্ববিদ্যালয় জানিয়েছে, করোনার প্রতিরোধে সাপের বিষের ব্যবহারের বিষয়ে গবেষণাটি চলমান। ভবিষ্যতে মানবদেহে এটি প্রয়োগের আশা করছেন গবেষকরা। তবে কবে নাগাদ প্রয়োগ হবে তা জানানো হয়নি। ব্রাজিলের বড় সাপের মধ্যে অন্যতম ছয় ফুট দৈঘ্যের জারাকুস্সু। এছাড়া সাপটি বলিভিয়া, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাতেও পাওয়া যায়।

ad

পাঠকের মতামত