354526

তিস্তা চুক্তি নিয়ে যা বললেন মমতা

নিউজ ডেস্ক।। তিস্তার পানি বাংলাদেশকে তখনই দেওয়া যাবে যখন পশ্চিমবঙ্গের কাছে পর্যাপ্ত পানি থাকবে, সাফ জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে এ মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

রবিবার (৭ মার্চ) শিলিগুড়িতে এক জনসভায় নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করতে করতে হঠাৎ তিস্তার পানি বণ্টন নিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

‘আমাদের রাজ্যের সঙ্গে আলাপ না করে একটা তিস্তা চুক্তি ওরা করতে চাইছে এটা কিভাবে সম্ভব? আমরা তখনই তিস্তার পানি দিতে পারব যখন আমাদের কাছে পর্যাপ্ত পানি থাকবে, বললেন মমতা।

‘তিস্তা উত্তরবঙ্গের অংশ’ মমতা স্লোগান দিয়েছেন আজ।

তবে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং উনাকে শ্রদ্ধা করেন।

এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মমতাজ হঠাৎ পানি বণ্টন নিয়ে মন্তব্য করবেন তার কারণ স্থানীয় রাজনীতি।

উত্তরবঙ্গের ওই বিশ্লেষক আরো বলেন, বিজেপি তিস্তার পানি বাংলাদেশকে দিতে চায় বলে তিনি বিজেপির বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন।

 

ad

পাঠকের মতামত