350526

৯ নারীকে ধর্ষণ, ৪৬ অভিযোগ, দণ্ড ৮৯৭ বছর

রয় চার্লস ওয়ালার নামে এক ‘সিরিয়াল রেপিস্ট’কে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ধ’র্ষণসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির আদালত তাকে এ শাস্তি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ বছর আগে গ্রেফতার করা হয়েছিল কুখ্যাত ওই সিরিয়াল রেপিস্টকে। বর্তমানে তার বয়স ৬০ বছর। ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় মোট ৯ নারীকে ধ’র্ষণ করেন তিনি। এছাড়াও আরও ৪৬টি গুরুতর অভিযোগ ছিল তার নামে।

গত ১৫ বছর ধরে সেই সমস্ত মামলার শুনানি শেষে এ বছরের সেপ্টেম্বর মাসে ওয়ালারকে দোষী সাব্যস্ত করেন ক্যালিফোর্নিয়ার আদালত। এরপর শুক্রবার (১৮ ডিসেম্বর) ওয়ালারকে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়ে মামলার রায় প্রকাশ করা হয়।

মামলার রায়ে বলা হয়, লোকচক্ষুর অন্তরালে নারীদের ওপর নির্যাতন চালাতেন ওয়ালার। ১৫ বছর আগে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে তার বিরুদ্ধে একাধিক নারীকে ধ’র্ষণসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় রয় চার্লস ওয়ালারকে ৮৯৭ বছরের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ad

পাঠকের মতামত