350266

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে : মোদি

সুসম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সব সময় ভারত প্রধান্য দেয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘মুজিববর্ষে আমাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা আমার জন্য গর্বের বিষয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সব ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আমি শুভ কামনা জানাই। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাকে আমি অগ্রাধিকার দিয়েছি।’

এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ আত্মত্যাগকারী সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে দাবি করেন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এটা ঠিক যে বৈশ্বিক মহামারির কারণে এই বছর অনেক সমস্যা হয়েছে। কিন্তু সন্তোষের বিষয় হলো এই কঠিন সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রাখা। সেটা হোক ওষুধ, ভ্যাকসিন চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করা।’

বঙ্গবন্ধুর সম্মানে ডাক বিভাগে টিকিট উন্মোচন বিষয়ে মোদি বলেন, ‘এটা আমার জন্য গর্বের বিষয় যে আজ আপনার সঙ্গে বঙ্গবন্ধুর সম্মানে এক ডাক টিকিট উন্মোচন এবং বাপু ও বঙ্গবন্ধুর উপর এক ডিজিটাল প্রদর্শনী করার সুযোগ হয়েছে। আমি আশা করছি বাপু আর বঙ্গবন্ধুর এই প্রদর্শনী যুব সমাজকে অনুপ্রেরণা দেবে।’

এর আগে সকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

ad

পাঠকের মতামত