350268

১১ মাসে একদিনে প্রথমবারের মতো ১৩ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা থামছে না। সারা বিশ্বে সাড়ে ৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু ১৬ লাখ ৫৪ হাজারের বেশি। গত ১১ মাসে সর্বশেষ একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড সাড়ে ৩ হাজার মানুষ।

করোনাভাইরাস নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গতকাল বুধবারই নতুন করে প্রায় ৭ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই লাখের বেশি। আর দৈনিক সংক্রমণে আক্রান্তের সংখ্যা পৌনে দু’কোটি ছুঁইছুঁই।

বুধবার ব্রাজিলে মৃত্যু হয়েছে সর্বোচ্চ প্রায় ১ হাজার। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৮৪ হাজারের বেশি। জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও রাশিয়ায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনি ৬০০ থেকে ৭৫০ জন।

তুরস্কে মৃত্যু হয়েছে ২৫০ জনের। ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার জনের। সংখ্যা কমেছে ফ্রান্স ও ইরানে। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৬ হাজারের মতো।

ad

পাঠকের মতামত