350167

‘ওরা হিন্দু-মুসলিমদের ভোট ভাগাভাগি করবে, আর আমি কি কাঁচাকলা খাব?’

বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব? বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে বিজেপি ও এআইএমআইএমকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

মমতা বলেন, ‘মুসলিমদের কাছে গিয়ে বলবে, সব মুসলিমদের নয়। ওই হায়দরাবাদের নেতাদের বলবে, সব হিন্দুদের গালাগাল দাও। তাহলে কী হবে? হিন্দুরা রেগে যাবে ভোটটা আমি পাব। আর মুসলিম এলাকায় তুমি মুসলিমদের হয়ে এমন ভালো ভালো কথা বল, যাতে মুসলিমদের ভোটটা পেয়ে যাও। অর্থাৎ বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব? এটা একটা রাজনীতি? এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তৃণমূল এই নেত্রী আরও বলেন, ‘সংখ্যালঘুদের ভোট ভাগ করার জন্য আবার হায়দরাবাদের একটা পার্টিকে এনেছে। সেই পার্টিটা এখানে কয়েকটাকে জোগাড় করেছে। বিজেপি টাকা দেয়। আর বিজেপির টাকায় ওরা এটা করে। বিহারের নির্বাচনে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। অন্যান্য নির্বাচনেও হয়েছে।’

সূত্র: জি নিউজ

ad

পাঠকের মতামত