344476

করোনা বিধি ভেঙে সৈকতে শারীরিক সম্পর্ক, দম্পতির জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বেই কমবেশি কিছু বিধি-নিষে’ধ আরো’পিত হয়েছে। এরই মধ্যে এক দম্পতি সৈকতের পাশের রেস্টুরেন্টে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। করোনা বিধি ভে’ঙে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রিশন লেজিয়ন সৈকতে গিয়ে সেখানকার একটি রেস্টুরেন্টে শারীরিক সম্পর্কে জড়ানোর দায়ে এক দম্পতিকে জরি’মানা করা হয়েছে।

জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ”গত শনিবার ওই দম্পতিকে আ’টক করেছে পুলিশ। মাস্কবি’হী’ন অবস্থায় সৈকতে হাঁটার সময় তাদের আ’টক করে জরি’মানা করা হয়। তদ’ন্ত করে পুলিশ জানতে পারে, সৈকতের সৌন্দর্য্য উপভোগ করার জন্য রেস্টুরেন্টের বারান্দায় চেয়ার-টেবিল পাতা রয়েছে। সেখানেই বিশেষ সম্পর্কে জড়িয়েছিল ওই দম্পতি।

এ ঘ’টনায় তাদের জরি’মানা করা হয়। প্রথমে ওই দম্পতিকে মাস্ক পরার কথা বলেছিল পুলিশ। তবে ওই দম্পতি মাস্ক পরতে অস্বী’কৃতি জানায়। একপর্যায়ে তাদের জরি’মানা করা হয়। ফলে পরপর দু’বার জরি’মানা দিতে হলো তাদের। সূত্র : স্পুটনিক নিউজ

ad

পাঠকের মতামত