344472

আমরা ইসলামের নবীর কার্টুন প্রদর্শন বন্ধ করবো না, শি’রচ্ছেদকৃ’ত শিক্ষক একজন শহীদ: ফরাসী প্রেসিডেন্ট

চেচেন কিশোরের হাতে নি’হত স্যামুয়েল প্যাটির শেষকৃত্যানুষ্ঠানে এক কথা বলেন ইমানুয়েল ম্যাঁক্রো। অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাঁক্রো বলেন, ‘তাকে হ’ত্যা করা হয়েছে কারণ ইসলামপন্থী উগ্রবাদীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবো না।’ ফ্রান্স ২৪

এদিকে শিক্ষক হ’ত্যার ঘটনার আরো দুজন কিশোরের বিরু’দ্ধে মা’মলা দায়ের করা হয়েছে। ১৪ এবং ১৫ বছর বয়সী ওই দুই কিশোর স্যামুয়েল প্যাটির সন্ধান দেওয়ার জন্য কাজ করেছেন বুধবার জানিয়েছেন ফ্রান্সের স’ন্ত্রাসবিরো’ধী প্রসিকিউটর জ্যান-ফ্রাঙ্কোয়েস রিকার্ড। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের বি’রুদ্ধে মা’মলা দায়ের করা হলো। বিবিসি

গত শুক্রবার প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‌‌‌‌‌‌‌’আল্লাহু আকবর’ বলে হ’ত্যা করেছিল এক কিশোর। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হা’মলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গু’লিতে নি’হত হয়। ডয়েছে ভেলে

এরপর থেকে ফ্রান্সে ইসলাম বিদ্বেষ এখন তুঙ্গে। দেশটির প্রেসিডেন্টসহ সকলেই এই ব্যাপারে কথা বলছেন। অনেকে বলছেন, প্যারিস মুসলিমদের জন্য নিজেদের দুয়ার বন্ধ করে দিতে পারে। এর আগে ম্যাগাজিন শার্লে হেবদোর কার্যালয়ে যারা হা’মলা করেছিলো তারাও ছিলো শরণার্থী।

ad

পাঠকের মতামত