343336

অনন্ত জলিলের উপর এতো ক্ষো’ভ!

সম্প্রতি ধ’র্ষ’ণ নিয়ে চিত্র নায়ক অনন্ত জলিলের একটি ভিডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স’মালোচনার ঝড় উঠেছে। এসব স’মালোচনা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘অনন্ত জলিলের প্রতি এতো ক্ষো’ভ কেন কিছু মানুষের? কারণ তারা অনন্ত জলিলকে আহমদ ছফা বা চমস্কি মনে করেছিল! উপরের উত্তরটা দিয়েছেন ঢা.বি.র অধ্যাপক ফেরদৌস আনাম। ফেসবুকে তার এ বাক্যটি আমাকে বিনোদিত করেছে। অনন্ত জলিলের উপর কারো কারো ঝা’পিয়ে পড়ার রিখটার স্কেল দেখে আমারো অবাক লেগেছিল।

প্রথমে বলে নেই, ধ’র্ষ’নের কারণ নিয়ে অনন্ত জলিলের বক্তব্যটি নি’ন্দনীয় ছিল। তার বক্তব্য ক্ষো’ভ দেখানো যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ক্ষো’ভ তার বি’রুদ্ধে দেখানো হচ্ছে সেটা আরো অনেক বড় অ’পরাধীদের (ধ’র্ষ’কদের নির্মাতা আর পালনকর্তাদের) বি’রুদ্ধে দেখানো হয় না কেন? তাদের তো নামটা নেয়ার সাহস থাকে না অনেকের। বরং তাদের তোয়াজ করেন কেউ কেউ। উদাহরণ দেই। ধ’র্ষ’ক দেলোয়ারকে জনতা ধরিয়ে দেয়ার পরও যে পুলিশ গ্রে’ফতার তাকে করেনি সেই পুলিশের হর্তাকর্তাদের সাথে হাসিমুখে ছবি পোষ্ট করেন কেউ কেউ। ভোটকেন্দ্র দখল করে ধ’র্ষ’ক দেলোয়ার যে শতভাগ ভূয়া নির্বাচনের ফুট সোলজার হয়েছিল, সেই নির্বাচনের শিরোমনিদের মাথায় তুলে নাচেন অনেকে। অনন্ত জলিলরে গালমন্দ করা খুব সোজা আর নিরাপদ। সেটা করেন। কিন্তু ধ’র্ষ’ন ম’হামারীতে সত্যি ক্ষু’দ্ধ আর বেদনার্ত হলে আরেকটু সৎ আর সাহসী হতে হবে আপনাকে।’

ad

পাঠকের মতামত