330838

এক ট্রেনে আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন

ডেস্ক রিপোর্ট।।  উপসাগরীয় ছয় টি দেশের মধ্যে সম্পর্কের কিছুটা ভা’টা পড়েছে। বিশেষ করে সৌদি আরবের সাথে কাতারের সম্পর্ক খা’রাপ হওয়ার পর থেকেই জিসিসি কিছু ন’ড়বরে হয়ে পড়ে। তারপরেও কিছু কিছু বিষয় কাজ থেমে নেই জিসিসির মধ্যে।

জিসিসি অর্থাৎ উপসাগরীয় ৬ টি দেশ হলো সৌদিআরব,কাতার,আরব আমিরাত কুয়েত, ওমান, ও বাহরাইন। এই ৬ দেশের মধ্যে রেলসংযোগ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন জিসিসি জোট।

যার ফলে সৌদিআরব,কাতার,আরব আমিরাত কুয়েত, ওমান, ও বাহরাইন এই ছয় দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বেড়ে যাবে।

এই রেল প্রকল্পটির নাম হবে আলখালিজ রেল বা গালফ রেল। এই রেললাইন তৈরিতে ব্যয় হবে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ১ম ধাপে রেল সংযোগ তৈরি হবে সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, ওমান ও কাতারের মধ্যে। এই ধাপের কাজ শেষ হবে ২০২৩ সালে।

২য় ধাপে সংযুক্ত করা হবে বাহরাইন, সৌদিআরবের আরেকটি স্টেশন ও কুয়েতকে। এই ধাপের কাজ শেষ হবে ২০২৫ সালে। জিসিসি অর্থাৎ উপসাগরীয় এই ৬টি দেশে পুরো ট্রেনলাইনের দৈর্ঘ হবে দু হাজার ১১৭ কিলোমিটার।

ad

পাঠকের মতামত