329090

যে ১৪ দেশ পাবে শেনজেন ভিসা

ডেস্ক রিপোর্ট।। পহেলা জুলাই থেকে নি’রাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিক ইউরোপ ভ্রমণে যেতে পারবে। তবে প্রথমে ৫৪ দেশের কথা বলা হলেও পরে সোমবার (২৯ জুন) চূড়ান্ত তালিকায় ১৪ দেশ রাখা হয়।

আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিটের ট্রান্সিশন সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যবাসী ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ইউরোপে ঢুকতে পারবে যে ১৪ দেশ; অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, আলজেরিয়া, জর্জিয়া, মন্টেনেগো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, তুনেশিয়া এবং উরুগুয়ে। তবে চীন যদি সরকার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির নাগরিকদের জন্য একটি পারস্পরিক ভ্রমণের চুক্তি সরবরাহ করে। সে ক্ষেত্রে ইইউ চীনকে ‘নিরাপদ তালিকায়’ যুক্ত করবে।

‘নিরাপদ তালিকা’ প্রতি দুই সপ্তাহে পর্যালোচনা করা হবে এবং প্রতিটি দেশের সবশেষ করোনভাইরাস বিকাশের উপর নির্ভর করে সামঞ্জস্য করা হবে। তবে ব্রাজিলের অবস্থার কারণেই ইইউ নিরাপদ দেশগুলোর তালিকা থেকে ব্রাজিলকে বাদ দিয়েছে। সাথে আছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র।

ad

পাঠকের মতামত