323538

বিমানবন্দরটিকে যেন ‘সমুদ্রবন্দর’ বানিয়ে দিল আম্ফান! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : সুপার সাইক্লোন আম্ফানের তা’ণ্ডবে ‘সিটি অফ জয়’ কলকাতা এখন ধ্বং’সস্তূপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় সব তছনছ করে দিয়েছে। কতটা ক্ষতি হয়েছে তা এখনো কল্পনাতীত।’

ধ্বং’সলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও৷ যে কারো পক্ষে এখন বিমানবন্দরটিকে দেখা বোঝা মুশকিল এ কলকাতা বিমানবন্দর, নাকি কোন এক নদী! রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, সবখানে শুধু পানিতে থইথই করছে৷

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বং’সলীলা চালায় বিমানবন্দরেও। হ্যাঙার ভে’ঙে পড়েছে বলে জানা গেছে৷ এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে সে সময় একটি বিমানও রাখা ছিল৷ তবে বিমানের কোনো ক্ষ’তি হয়নি৷ তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খা’রাপ৷ সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে৷

এদিকে, ঘূর্ণিঝড় আম্ফানে দু’মড়ে-মু’চড়ে গেছে গোটা কলকাতা শহর। ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা আরো খারাপ। শিকড় উপড়ে রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। তীব্র ঝড়ে নির্বিচারে ভেঙেছে বৈদ্যুতিক পোস্ট।

এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, আম্ফানের তা’ণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃ’ত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জনের মৃ’ত্যু হয়েছে। প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎ স্পৃষ্টে প্রা’ণ হারিয়েছেন।

প্রসঙ্গত, এই ঝড়ে ল’ণ্ডভ’ণ্ড হয়ে গিয়েছে গোটা কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বহু গাছ পড়ে গেছে। ঝড়ের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে উপড়ে গেছে বহু বৈদ্যুতিক খুঁটি। যার ফলে বহু এলাকা এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন। উত্তর ২৪ পরগনায় ৫ হাজার কাঁচা বাড়ি ভে’ঙে পড়েছে। প্রবল ঝড়ের তোড়ে কলকাতার একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ। ভে’ঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সূত্র- এই সময়, আনন্দবাজার।

ad

পাঠকের মতামত