316634

লকডাউনে অ্যাম্বুলেন্সে করে ম’দে’র হোম ডেলিভারি!

ডেস্ক রিপোর্ট।। ম’হামা’রি করোনাভাইরাসে মৃ’তে’র সংখ্যা ১লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় সতেরো লাখ। আক্রান্ত ও মৃ’তে’র সংখ্যা বাড়ছে হাজারে হাজারে। এই ভাইরাসের প্রভাব ঠেকাতে ভারতে চলছে লকডাউন। আর এই সময় জরুরি সেবা ছাড়া সবই লকডাউনের আওতায়।

সড়কপথে চলেছে অ্যাম্বুলেন্স। কিন্তু তারমধ্যে রোগী নেই। অ্যাম্বুলেন্স ভর্তি রয়েছে অনেকগুলো প্যাকেট। কিন্তু কিসের প্যাকেট? লকডাউনের সময় মদের হোম ডেলিভারি দিতেই মূলত ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স।

শুক্রবার তেমনই এক অ্যাম্বুলেন্সের সন্ধান পেয়েছে ভারতের পু’লি’শ। ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদার। অ্যাম্বুলেন্সটি আটক করার সময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পু’লি’শ। অ্যাম্বুলেন্সটিকে আটকানোর পর পু’লি’শ হতবাক। ভেতরে সারি সারি সাজানো কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’- ভারতের তৈরি ম’দ।  অ্যাম্বুলেন্স ও সমস্ত ম’দ বাজেয়াপ্ত করেছে পু’লি’শ। গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদের রিমান্ডে নিয়েছে পু’লি’শ। উৎস: পূর্বপশ্চিম।

ad

পাঠকের মতামত