316617

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতদের গণকবরে দাফন, ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপর্যস্ত অঙ্গরাজ্য নিউইয়র্কে করোনায় মৃত ব্যক্তিদের লাশ গণকবরে দাফন করা হচ্ছে। রাজ্যটির হার্ট আইল্যান্ডে এই গণকবরের ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান।

ওই ভিডিওতে দেখা যায়, হার্ট আইল্যান্ডে সাদা প্রতিরক্ষা পোশাক পরে গণকবরে লাশের কফিন নামাচ্ছেন কিছু কর্মী। নিউইয়র্কে অজ্ঞাত ও শেষকৃত্যের সামর্থ্য নেই এমন ব্যক্তিদের লাশ দাফনে বিগত ১৫০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এই হার্ট আইল্যান্ড। আগে এই দ্বীপে প্রতি সপ্তাহে একবার লাশ কবর দেওয়া হতো। এখন প্রতি সপ্তাহে পাঁচ দিন কবর দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিউ ইতোমধ্যেই এই গণকবরের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই মহামারি শেষ না হওয়া পর্যন্ত সাময়িক দাফনের ব্যবস্থা করা যেতে পারে।

ইতোমধ্যেই যেকোনো দেশের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এই মার্কিন অঙ্গরাজ্যটিতে। এখানে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজারের বেশি এবং মৃতের সংখ্যা সাত হাজার ৬৭। আর পুরো যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৬ হাজার এবং মৃতের সংখ্যা ১৬ হাজারের বেশি।

ad

পাঠকের মতামত