315978

১৬ বাংলাদেশি বাহরাইনে ক’রো’নায় আ’ক্রান্ত

নিউজ ডেস্ক।। বাহরাইনে ১৬ জন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। পরে তাঁর সঙ্গে থাকা আরও ১৫ জন বাংলাদেশি সংক্রমিত হন বলে জানিয়েছে বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিক্ষিপ্ত পরীক্ষার (র‌্যানডম চেকিং) মাধ্যমে এই ব্যক্তিকে (৩৬) শনাক্তকরণ করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও ১৫ বাংলাদেশি এই রোগে আক্রান্ত হয়েছে। তাঁর কাছ থেকে সবাই করোনায় আক্রান্ত হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ব্যক্তি বা অন্য কোন বাংলাদেশির নাম–পরিচয় প্রকাশ করেনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাহরাইনে মোট আক্রান্তের সংখ্যা ৭২৩ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫১ জন। গত ২৬ মার্চ থেকে বাহরাইনে ফার্মেসি, মুদি দোকান ও জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এর আগে সব ধরনের জনসমাগম, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এমনকি মসজিদে জামাতে নামাজ ও শুক্রবা জুম্মার নামাজ বন্ধ রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত