315911

সৌদি প্রবাসীদের খাদ্য সংকট মেটাতে জেদ্দা কনস্যুলেটের বিশেষ ব্যবস্থা

প্রকাস ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছ। দেশটিরর জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যেসব প্রবাসী বাংলাদেশি চরম খাদ্য সংকটে পড়েছেন, তাদের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ সোমবার জেদ্দা কনস্যুলেট থেকে এক হনএ অনুরোধ জানানো হয়।

প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে সহযোগিতা পেতে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে জেদ্দা কনস্যুলেট।

এতে বলা হয়ছে, আপনার পাসপোর্ট কপি ও ইকামার কপি এবং টেলিফোন নম্বর দিয়ে কনস্যুলেট বরাবর সাহায্য চেয়ে আবেদন ইমেইল করুন; [email protected] এ।

এতে আরও বলা হয়েছে, হটলাইন নম্বর : 8002440051 এ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কল করে আপনার পাসপোর্ট নম্বর, ইকামা নম্বর এবং টেলিফোন নম্বর দিয়ে সাহায্যের জন্য বলুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেটের অফিসিয়াল টেলিফোন নম্বর : 012-6878465, 012-6894712 ও 012-6817149 এ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কল করে আপনার পাসপোর্ট নম্বর, ইকামা নম্বর এবং টেলিফোন নম্বর দিয়ে সাহায্যের আবেদন জানান।

এতে বলা হয়, মোবাইল নম্বর : 055 3451 289 এর WhatsApp এ আপনার পাসপোর্ট ও ইকামার ছবি তুলে মেসেজ করুন। এই মোবাইল নম্বরে কোনো কল গ্রহণ করা হবে না।

ad

পাঠকের মতামত