298081

হিন্দু নারীকে ‘শ্লীলতাহানি’ থেকে বাঁচিয়ে গণপিটুনির শিকার মুসলিম অটোচালক

দুর্বৃত্তদের কাছ থেকে এক হিন্দু নারী যাত্রীকে শারীরিক হেনস্থার হাত থেকে বাঁচাতে যেয়ে বেধড়ক মারধর করা হলো এক মুসলিম চালককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর ত্রিচি শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, স্থানীয় মুসলিম মহল্লাতে থাকেন আবদুল্লা নামের ওই অটোচালক। শহরের নামকরা বিরিয়ানি দোকানে এক দম্পতীকে নিয়ে গত রোববার সকাল ১১টার দিকে যান আবদুল্লা। দম্পতী পার্সেল নেওয়া অবধি দোকানেই অপেক্ষা করছিলেন অটোচালক। এ সময় ঘটে শ্লীলতাহানির ঘটনা।

আব্দুল্লার স্ত্রী তাশমিন বানু জানান, ‘ওই নারী বিরিয়ানি অর্ডার করার পরেই এক মদ্যপ ব্যক্তি তাকে কটূক্তি করছিলেন। আমার স্বামী প্রতিবাদ করতেই হাতাহাতি শুরু হয়ে যায়। ঝামেলা বাঁধিয়েই কেটে পড়ে ওই মদ্যপ। আর আরও তিনজনকে নিয়ে আসার হুমকি দেয়।কিছুক্ষণের মধ্যে ফিরেও আসে। কাঠের শক্ত লাঠি দিয়ে মারতে মারতে আমার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।’

এদিকে শ্লীলতাহানির বিষয়টিকে পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছে আবদুল্লার স্ত্রী। সামান্য মাতলামির ঘটনা বলে পুরো বিষয়টা উড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি আরও অভিযোগ করেন।

ad

পাঠকের মতামত