289002

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট অঞ্চলে প্রচারণা ‘রমজানে ধূমপান নয়’

নিউজ ডেস্ক।। রমজান মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ সাওম পালন করেন। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সুর্যাস্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকেন। আর এই উপলক্ষে ধূমপান বন্ধ করার কাজে সহায়তা করার জন্য একটি প্রচারণা পরিচালনা করা হচ্ছে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট অঞ্চলে।

টাওয়ার হ্যামলেটের মেয়র ও কাউন্সিলররা এই প্রচারণা শুরু করেন। ধূমপান বন্ধে বিনামূল্যে পরামর্শ দিয়ে ইস্ট ইন্ডিয়া ডক রোডের ক্রিসপ স্ট্রিট আইডিয়া স্টোর থেকে এই প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা শুরু করার সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগ্গস। তিনি বলেন, ‘ধূমপান ও তামাক ব্যবহারের মাত্রার পরিমাণ বেশি রয়েছে এই অঞ্চলটিতে। কিন্তু কাউন্সিল তামাক নিয়ন্ত্রণে কাজ করছে।’ গত ১২ মাসে কাউন্সিলের উপদেষ্টাগণ এক হাজার তিনশ ৪০ জনকে ধূমপান বা তামাক চিবানো বন্ধ করতে সাহায্য করেছে।

স্বাস্থ্য বিষয়ক মন্ত্রিপরিষদের সদস্য কলার ডেনিস বলেন, রমজানের রোজায় ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ad

পাঠকের মতামত