289013

ঢাবির সূর্যসেন হলে ইয়াবার ব্যবসা, ছাত্রলীগ নেতা আটক!

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। হলের একটি কক্ষ থেকে ছাত্রলীগ নেতাসহ দুইজন হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তারা ইয়াবা বিক্রি করছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় সূর্যসেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৫ হাজার ২৪০ টাকাসহ ওই দুইজনকে আটক করেন শিক্ষকরা। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরেক ক্যান্টিন বয়কে আটক করা হয়।

আটকরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। এর আগে সনেটের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে। অন্যজন হলেন হলের ক্যান্টিন বয় এবং সে ইয়াবা সরবরাহ করত। এদিকে সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর মাকসুদ কামাল বলেন, আটকদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ওই হলে মাদকের কোন স্থান নেই বলেও উল্লেখ করেন তিনি। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, সূর্যসেন হল থেকে তিনজনকে ইয়াবাসহ আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি। উৎস: ক্যাম্পাসলাইভ

ad

পাঠকের মতামত