239979

পাথরের মূর্তিতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন : ইফতেখারুজ্জামান

নির্বাচন কমিশন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন রোধে নির্বাচন কমিশনের নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রকাশ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে উপর্যুপরি বাধাদান, হামলা-মামলার মাধ্যমে হয়রানি, ভীতিপ্রদর্শনসহ বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের প্রেক্ষিতে ইসির নিস্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচনের প্রচারণার শুরু থেকেই প্রকাশ্যে প্রতিপক্ষের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে বাধাদান, হয়রানি, ভীতিপ্রদর্শন মোকাবেলায় নির্বাচন কমিশনের ব্যর্থতা ও আত্মমর্যাদাশীল উদাসীনতা উদ্বেগজনক পর্যায়ে উপনীত হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘এনিয়ে বিভিন্ন মহল থেকে হতাশা ও উদ্বেগ প্রকাশ করা সত্তে¡ও তা কঠোর হস্তে দমনের উদ্যোগের পরিবর্তে ইসির নির্লিপ্তভাব পরিলক্ষিত হচ্ছে। ইসি নিজেকে পাথরের মূর্তিতে পরিণত করেছে, যেমনটি নির্বাচন পর্যবেক্ষকদের প্রত্যাশিত ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে ইসি থেকে বলা হয়েছিল।’

নির্বাচন কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকরিতার এ ধরনের দৃষ্টান্ত লজ্জাজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে বিধায় নিরপেক্ষ ভূমিকা পালনে তাদের ব্যর্থতার দায় কমিশনের। নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কিছু ফাঁকা বুলি ছাড়া কোনো প্রকার ইতিবাচক দৃষ্টান্ত এখনো কমিশন স্থাপন করতে পারেনি, যা অত্যন্ত বিব্রতকর।’এছাড়া নির্বাচনী কেন্দ্র থেকে গণমাধ্যমের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ এবং ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কমিশনের স্ববিরোধী অবস্থান কমিশনের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। তাই নির্বাচনী মাঠে সমান প্রতিযোগিতার ক্ষেত্র ও পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় হয়ে আত্মসম্মানবোধ ও সৎসাহসের সাথে নিরপেক্ষভাবে তৎপর ও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ইফতেখারুজ্জামান। সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত