239988

জগাখিচুড়ি ঐক্যের পতন ঘটবে : মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘এক অবাস্তব ও উদ্ভট নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়েই জনগণের কাছে এই জগাখিচুড়ি ঐক্যের পতন ঘটবে।’আজ মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্তরে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেনন।ঢাকা ৮ আসন থেকে এবার নৌকা প্রতীকে নির্বাচন করছেন রাশেদ খান মেনন। ঐক্যফ্রণ্টের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, ‘কেবল নির্বাচনে ভোট পেতেই নির্বাচনী ইশতেহারে ঐক্যফ্রণ্টের নেতারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছে, কিন্তু বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ নাই। এর মানে কি দাঁড়ায়? এর মানে হচ্ছে তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘তাদের নির্বাচনী ইশতেহারে তারা এক অবাস্তব ও উদ্ভট ঘোষণা করেছে। এই ভিত্তিহীন ইশতেহারে তারা অত্যন্ত হাস্যকরভাবে বাংলাদেশের সবকিছুই দিয়ে দিবে বলে অঙ্গীকার করেছে। সরকারি চাকরিতে কোন বয়সই থাকবে না বলে তারা তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে। কিন্তু দেশের মানুষ তাদের এই ভণ্ডামী খুব দ্রুতই বুঝতে পেরেছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগের বিশাল বিজয়েই জনগণের কাছে এই জগাখিচুড়ির ঐক্যের পতন ঘটবে।’২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক ড. জেড এম কামাল, মহানগর আওয়ামীলীগ দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ad

পাঠকের মতামত