239985

সকালে মুক্তির আদেশ, বিকেলে শ্যোন অ্যারেস্ট

খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) ধানের শীষের প্রার্থী ও মহানগর জামায়াতের আমির আবুল কালাম আজাদকে ফের শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। উচ্চ আদালত থেকে সাতটি মামলায় জামিনের কাগজপত্র গতকাল সোমবার সকালে কারাগারে পৌঁছালে বিকেলে মুক্তির আগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।আমির আবুল কালাম আজাদের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ আলম জানান, গত ২৭ অক্টোবর নগরী থেকে গ্রেপ্তার হন আবুল কালাম। এরপর একে একে সাতটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সবগুলো মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আবুল কালাম আজাদ। গতকাল সকালেই তার জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু বিকেলেও তাকে মুক্ত না করায় কারাগারে খোঁজ নিলে জেল সুপার জানান, নতুন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে আবুল কালাম আজাদকে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক চন্দ্র বিশ্বাস জানান, গত আগস্টের একটি নাশকতার মামলার কিছু আসামিকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামিরা এর পরিকল্পনাকারী হিসেবে আবুল কালাম আজাদের নাম প্রকাশ করেন। এ জন্য তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানানো হয়েছে।

ad

পাঠকের মতামত