207396

নিজের ছবির পোস্টার দেখে অসন্তুষ্ট শুভ

বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশ হয়েছে ‘একটি সিনেমার গল্প’ ছবির দুটি অফিসিয়াল পোস্টার। প্রকাশের আগে এই ছবির পোস্টারটি নিয়ে অনেকেই ছিলেন আশাবাদী। কিন্তু প্রকাশের পর হলো হিতে বিপরীত!

অনেকেই প্রকাশ হওয়া এই পোস্টারটি সমসাময়িক নয়। এমনকি ছবির নায়ক আরিফিন শুভও বলছেন, পোস্টারটি তার ভালো লাগেনি। কারণ সাম্প্রতিক সময়ে অন্যান্য চলচ্চিত্র গুলো যখন পোস্টার দিয়ে দর্শক মাতিয়ে রাখছেন তখন এত মাথাওয়ালা পোস্টার বড্ড সেকেল।

এ নিয়ে শুভ বলেন, ‘অনেকেই এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন, বিষয়টি আমি খেয়াল করেছি ব্যক্তিগতভাবে সম্মান রেখেই বলছি, পোস্টারটি আমার কাছে একদম ভালো লাগেনি।’

শুভ বলেন, ‘পোস্টার, টিজার কিংবা ট্রেলার কেমন হবে এটা দেখার দায়িত্ব পরিচালকের, এখানে শিল্পী কোনো হাত নেই।’

এদিকে পোস্টার, টিজার ছাপিয়ে ছবির গল্প নিয়ে শুভ বলেন, দশর্কদের একটি কথাই বললো- সিনেমাটি দেখার আগে কোনো সিন্ধান্ত নেবেন না। সিনেমাটি দেখে তারপর মন্তব্য করুন। ফেসবুকে অনেক কিছুই বলা যায় কিন্ত আমার মতো নিজের কাজ নিয়ে এত সহজ স্বীকারোক্তি কেউ দেবে না। পোস্টার, ট্রেইলার, টিজার এগুলো কিন্তু সিনেমা নয়।’

‘একটি সিনেমার গল্প’ পরিচালনা করেছেন অভিনেতা আলমগীর। ‘একটি সিনেমার গল্প’তে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা সেন, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

আগামী ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

ad

পাঠকের মতামত