206676

জীবিত ১৯ যাত্রীর তালিকা

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ১৯ জন জীবিত রয়েছেন বলে জানিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। বিমানটিতে চার ক্রুসহ ৭১ জন যাত্রী ছিলেন।

সোমবার রাত ১০টায় এক ব্রিফিংয়ে ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৯ জনের বিষয়ে নিশ্চিত হয়েছি যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এরা হলেন- ইমরানা কবির হাসি, প্রিন্সি ধামী, সামিরা বেজাংকার, কবির হোসেন, মেহেদি হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সাইয়িদা কামরুনন্নাহার, শাহরিন আহমেদ, মো. শাহিন ব্যাপারী, কিশোর ত্রিপাথি, হরি প্রসাদ সুবেদি, দায়রাম তামরাকার, কেশান পান্ডে, বাসন্ত বহুড়া, আশিষ রনজিত, বিনোদ রাজ পডুয়াল, সনম সাকিয়া, দিনেশ হুমাগেইন ও মো. রেজওয়ানুল হক।

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। চার ক্রুসহ ৭১ জন আরোহীর অধিকাংশই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানটি সোমবার ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।

নেপাল সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরোহীদের ৫০ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউএস-বাংলার একটি সূত্র পরিবর্তন ডটকমকে জানিয়েছে, বিধ্বস্ত বিমানে ৩৩ জন নেপালী, ৩২ বাংলাদেশী, একজন মালদ্বীপের এবং এক চীনা নাগরিক ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন শিশু ছিল।

ad

পাঠকের মতামত