206680

ভারতকে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা দেখুন (লাইভ)

শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। জয়দেব উনাদকাটের প্রথম দুই বলে ১১ রান। শ্রীলঙ্কা যে বড় রনের পিছনে দৌড়াবে প্রমাণ মিলেছিল সেখানেই। কিন্তু ওপেনার কুশল মেন্ডিস ছাড়া আর কোন ব্যাটসম্যান সে অর্থে আগ্রাসী ব্যাট চালাতে পারেনি। ফলে ভারতের বিপক্ষে মাঝারী সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করেছে দলটি। ফলে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার ম্যাচে ভারতের লক্ষ্য ১৫৩ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচ বৃষ্টির কারণে সময়মতো শুরু হতে পারেনি। ফলে ম্যাচে নেমে এসেছে ১৯ ওভারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিনেশ চান্দিমাল। তার নিষেধাজ্ঞায় এ ম্যাচে লঙ্কান দলের দায়িত্ব পড়েছে থিসারা পেরেরার উপর। টস হারে শুরু। তাদের ব্যাটিং করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও ৩৪ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে দলটি।

এরপর তৃতীয় উইকেটে উপুল থারাঙ্গাকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। তবে এ জুটি ভাঙার পর পেসার শারদুল ঠাকুরের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। ফলে নির্ধারিত ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ৩৮ বলে সমান সংখ্যক ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান এ ড্যাশিং ওপেনার।

এছাড়া ২৪ বলে ২২ রানের ইনিংস খেলেন থারাঙ্গা। দাশুন শানাকার ব্যাট থেকে আসে ১৯ রান। ভারতের পক্ষে ২৭ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন শারদুল। ২১ রানের বিনিময়ে ২টি ওয়াশিংটন সুন্দরের। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন উনাদকাট, চাহাল ও শঙ্কর।


খেলা দেখতে সমস্যা হলে নিচের লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/iflixBD/videos/2181498382081682/

https://www.facebook.com/1094777737249144/videos/1705200736206838/

ad

পাঠকের মতামত