196331

রাস্তার ধারে আটক গাড়ি! ভিতরে কী রয়েছে দেখতে গিয়ে অবাক পুলিশ

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে দেখে অনেকক্ষণ ধরে সন্দেহ হচ্ছিল পুলিশের। রাত হয়ে গেলেও গাড়ির কোনও চালক না আসায় সন্দেহ আরও দানা বাঁধে। সেই সন্দেহের বশে গাড়ি খুলতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। আর চোখ কপালে উঠল পুলিশের।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সেভিলিতে রাস্তার ধারে অনেকগুলি গাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু রাত হয়ে গেলেও পর পর দুটি গাড়ি কেউ নিতে না আসায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

খবর দেওয়া হয় পুলিশে। সেই সন্দেহের বশেই গাড়ি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের।

একটি গাড়ির দরজা খুলতেই গাড়ি থেকে কমলালেবু বেরিয়ে আসতে থাকে! এত কমলালেবু গাড়িতে এ ভাবে ঠাসাঠাসি করে রাখা রয়েছে দেখে অবাক হয়ে যান পুলিশকর্মীরা। অন্য একটি গাড়ি থেকেও বেশ কয়েকটি বস্তাবন্দি কমলালেবু উদ্ধার হয়। ওই দুটি গাড়িতেই বিপুল পরিমাণে কমলালেবু মজুত করে রাখা হয়েছিল বলে দাবি পুলিশের।

পরে গাড়ির সূত্র ধরে ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, কমলালেবু পাচার করার জন্যই এই গাড়িগুলি ব্যবহার করা হতো। কমলালেবু পাচারের জন্য এ রকম নজির নেই বলেই মনে করছেন স্থানীয় পুলিশের আধিকারিকরা।

ad

পাঠকের মতামত