195438

ভারতে জুমার নামাজে ইমামতি করলেন জামিদা, পেলেন প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবারের জুমার নামাজে ইমামতি করলেন একজন মুসলিম নারী। জামিদা নামের ৩৪ বছর বয়সী এই নারী ইমামতি নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

জামিদা অবশ্য ঘোষণা দিয়েছেন তিনি প্রতি শুক্রবার জুমার নামাজ পড়িয়ে যাবেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার কেরালার মালাপ্পুরম জেলায় একটি মসজিদে নামাজ পড়ান ‘কুরান সুন্নাহ সোসাইটি’র রাজ্য শাখার সেক্রেটারি জামিদা।

বিশ্বের প্রায় সর্বত্রিই শুক্রবারের জুমার নামাজ পড়িয়ে থাকেন পুরুষ ইমামরা। জামিদা মনে করেন, শরীয়তে এমন কোনো আইন নেই যে, শুধু পুরুষরাই ইমাম হতে পারবেন। নারীরাও ইমামতি করতে পারেন। এ বিশ্বাস থেকেই তিনি নামাজ পড়িয়েছেন, এবং ভবিষ্যতেও পড়াবেন।

জামিদা বলেন ‘কোনো মহিলা নামাজ পড়াবেন এটা অনেক পুরুষই সহ্য করতে পারেন না।’ তাকে ফোনে হত্যার হুমকি দেয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উৎস: যমুনা টিভি

ad

পাঠকের মতামত