195447

সৌদিতেও এবার তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক : সাহারা মরুভূমির পর তুষারপাত হচ্ছে সৌদি আরব ও লেবাননে। তাবুকসহ দক্ষিণাঞ্চলীয় মরু অঞ্চলগুলোয় দেখা মিলছে বিরল তুষার।

রয়টার্স বলছে, স্থানীয় এক অধিবাসী তুষারপাতের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সৌদি বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় শুক্রবার থেকেই কমতে থাকে তাপমাত্রা। ফলে আল-জহুরসহ দেশটির সীমান্তে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তুষার পড়ে।

প্রতিবেশি দেশ লেবাননের বৈরুতেও পড়ছে তুষার। মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে স্বাভাবিক তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সিলসিয়াসের মতো। শীতকালে তাপমাত্রা কিছুটা কমলেও, তুষারপাতের ঘটনা বিরল। বিশ্লেষকরা বলছেন, আবহওয়ার এমন বিরূপ আচরণ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব।

ad

পাঠকের মতামত