182626

লজ্জার রেকর্ড গড়ল ভারত, ২ রানে অলআউট!

ক্রিকেট মাঠে অঘটনের জন্ম নতুন কিছু নয়। প্রায়শই তৈরি হয় নানা রেকর্ড। এসবের মধ্যে কিছু হয় বিরল। যা সহজে হয় না, আবার ভাঙাও সহজ হয় না। তেমনি এক বিরল রেকর্ড তৈরি হয়েছে ভারতের মাঠে।

দেশটির নাগাল্যান্ডের মেয়েরা গুন্টুরের জে কে সি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এবং নক আউট টুর্নামেন্টে এ ‘কীর্তি’ গড়েন। ওই ম্যাচে ১৭ ওভার ব্যাট করে নাগাল্যান্ডের মেয়েরা মাত্র ২ রান করতে সক্ষম হন। দলের এগারো জনের মধ্যে ৯ জনই সাজঘরে ফিরেন শূন্য হাতে।

নাগাল্যান্ডের খেলোয়াড় মেনকার ব্যাট থেকে আসে মাত্র এক রান। আর কেরলের অ্যালেনা সুরেন্দ্রানের ওয়াইড বল থেকে আসে অপর রান।

কেরলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক মিন্নু মানি। চার ওভার বল করে কোনও রান না দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি। এছাড়া সৌরাভ্যা পি পেয়েছেন দু’টি উইকেট। সন্দ্রা সুরেন এবং বিবি সেবাস্টিন একটি করে উইকেট পেয়েছেন।

মাত্র তিন রান তাড়া করতে নেমে প্রথম বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেরল। প্রথম বলটি নাগাল্যান্ডের বোলার দীপিকা কেয়েইন্তুরা ওয়াইড করেন। আর পরের বলেই চার মেরে দলকে জয় এনে দেন অংশু এস রাজু।

ad

পাঠকের মতামত