180174

নাসিরদের উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ ঢাকা ডায়নামাইটসের

বিপিএলের চলতি পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল নাসির হোসেনের সিলেট সিক্সার্স। আজ ঢাকা পর্বের প্রথম দিনে ৭৩ বল হাতে রেখে সিলেটকে একই ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিল সাকিব আল হাসানের দল।

ব্যাট হাতে তাণ্ডব চালালেন আফ্রিদি-এভিন লুইসরা। ৪৪ রানে অপরাজিত ওপেনার লুইসকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক সাকিব।
১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ঢাকা ডায়নামাইটস। দুই ওপেনার এভিন লুইস এবং শহীদ আফ্রিদি দ্রুত রান তুলতে থাকেন। দলীয় ৫৯ রানে ব্রেসনানের বলে আফ্রিদি এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি। ১৭ বলে ১ চার ৫ ছক্কায় ৩৭ রান করেন আফ্রিদি। ব্রেসনানের দ্বিতীয় শিকার হয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন ডেলপোর্ট।

এতে তেমন কোনো সমস্যা হয়নি। অপর ওপেনার এভিন লুইস তাণ্ডব চালিয়েই যাচ্ছিলেন।

ম্যাচ শেষ হওয়ার পর তার নামের পাশে ১৮ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস লেখা হয়ে গেল। অধিনায়ক সাকিবও ১১ বলে ২ চার ১ ছক্কায় ১৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। সিলেটের দেওয়া ১০২ রানের টার্গেটে মাত্র ৭.৫ ওভারেই পৌঁছে গেল ঢাকা ডায়নামাইটস।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় নাসির হোসেনের দল। বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করা লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গা আজ মাত্র ১ রান করে আবু হায়দার রনির বলে উইকেটকিপার জহরুল হকের গ্লাভসবন্দি হন। দলীয় ১৩ রানে সুনিল নারাইনের বলে ক্যাচ দিয়ে যথারীতি ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রাখেন সাব্বির (১)।

এরপর যা হল সেটা কল্পনাতীত! তাসের ঘরের মত ভেঙে পড়ল সিলেটের ব্যাটিং লাইনআপ! অধিনায়ক নাসির হোসেন ১০ রান করে শিকার হলেন শহীদ আফ্রিদির। হুইটলিকে (৬) ফিরিয়ে দলকে পঞ্চম উইকেট এনে দিলেন সুনিল নারাইন। ৩৪ রানে সিলেটের ৫ ব্যাটসম্যান নেই!

সময় গড়ানোর সাথে সাথে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন শহীদ আফ্রিদি। একে একে তুলে নেন ৪ উইকেট। নুরুল হাসান (৮), হাসরাঙ্গা (৮), ব্রেসনান (২) সবাই আফ্রিদির শিকার। শেষ পর্যন্ত আবুল হাসানের ৩০* আর তাইজুলের ১৬* রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করে সিলেট। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি। এছাড়া নারাইন ৩টি আর আবু হায়দার রনি ২ উইকেট নিয়েছেন।

ad

পাঠকের মতামত