179702

রানের পাহাড় গড়েছে নাসিরের সিলেট সিক্সার্স

বিপিএলের পঞ্চম আসরে সাফল্যের আকাশে উড়েই চলছে সিলেট সিক্সার্স। এখনও ম্যাচের ফলাফল নির্ধারণের সময় হয়নি।

কিন্তু আগে ব্যাট করতে নেমে রাজশাহী কিংসে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। তিন ম্যাচে দ্বিতীয়বার শতরানের জুটি গড়েছেন দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচার। থারাঙ্গার হাফ-সেঞ্চুরি এবং ফ্লেচার-গুনাথিলাকার চল্লিশোর্ধ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি উড়ন্ত সূচনা করে সিলেট সিক্সার্স। ৬৩ বলে ১০১ রানের ওপেনিং জুটি গড়েন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। ৩৭ বলে ৫ চার ১ ছক্কায় ৫০ রান করে ফ্র্যাংকলিনের বলে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামির তালুবন্দী হন থারাঙ্গা। অপর ওপেনার ফ্লেচার ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। তার ৩০ বলে ৫ চার ৩ ছক্কায় ৪৮ রানের ইনিংসটি থামে রান-আউটে।

তিন নম্বরে নেমে সাব্বির রহমান আজও ইনিংস বড় করতে পারেননি।

ফিরেছেন ১৪ বলে ১ বাউন্ডারিতে মাত্র ১৬ রান করে। ২১ বলে ৪২ রানের ঝড় তুলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন আরেক লঙ্কান তারকা দানুশকা গুনাথিলাকা। দ্বিতীয় ম্যাচের হিরো উইকেটকিপার নুরুল হাসান আজ ০ রানেই আউট হয়েছেন। তাতে খুব একটা ক্ষতি হয়নি। নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে সিলেট সিক্সার্স।

ad

পাঠকের মতামত