179521

সিলেটে আবারও শিশু নির্যাতনের ভিডিও ধারণ, অতঃপর…

সিলেটে শিশু রাজনের পর আবারও চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেয়া হয়েছে। এতেই শেষ নয়, নির্যাতনের ঘটনা ঢাকতে মাদক মামলা দিয়ে পাঠানো হয়েছে জেলহাজতে। ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার মানাউরা পূর্বপাড়া গ্রামে।

নির্যাতিত কিশোরের নাম সোহেল আহমেদ (১৬)। সে মানাউরা গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র।

ভিডিওতে দেখা যায়, কিশোরটিকে গাছের সঙ্গে বেঁধে পেটাচ্ছেন গ্রামের প্রবীণ এক ব্যক্তি। অন্যরা নির্যাতনের সময় অট্টহাসিতে ব্যস্ত।

নির্যাতিত কিশোরের মায়ের দাবি, গত ১১ মে গ্রামে গরু চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগ করেছিলেন তিনি। যাদের বিরুদ্ধে এ অভিযোগ ছিল, তারাই তার ছেলেকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন করেছে। নির্যাতনের ঘটনার ভিডিও গ্রামে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেবেন।

https://youtu.be/wyq6aW7qMsg

ad

পাঠকের মতামত