178975

জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে নৌডুবি, ২ ছাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে প্রায় ১৫০ জন জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

তারা হল বীরগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের প্রবাসী সৈয়দ হোসেন মিয়ার মেয়ে নাদিরা আক্তার এবং একই ইউনিয়নের নজরদৈলত গ্রামের শিশু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগরের কৃষ্ণনগরে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা বীরগাঁও থেকে ইঞ্জিনের নৌকাযোগে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা দিতে কৃষ্ণনগর আবদুল জাব্বার উচ্চ বিদ্যালয় সেন্টারে আসছিল।

প্রায় দেড়শ পরীক্ষার্থী নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি কৃষ্ণনগর ঘাটে ভিড়ার আগ মুহূর্তে নৌকাটি কাত হয়ে যায়।

এ সময় প্রচণ্ড হুড়োহুড়িতে কিশোরী নাদিরা ও সোনিয়া পানিতে ডুবে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় আরও কয়েকজন নিখোঁজ হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এক ছাত্রী নিখোঁজ রয়েছে।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌডুবির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ছাড়া খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী দ্রুত ঘটনাস্থলে যান।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় দুই ছাত্রীর লাশ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেকজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

ad

পাঠকের মতামত