নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশ, দেশে ফিরছে তামিম
স্পোষ্টর্স ডেস্ক:দক্ষিন আফ্রিকায় ইনজুরির কারনে ওয়ানডে ও টি টুয়েন্টি থেকে ছিটকে পড়লেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। একান্ত টিকেট না পাওয়া গেলে রোববার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ছাড়বেন দেশসেরা এই ওপেনার।
প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উরুতে চোট পেয়েছিলেন তামিম।
এর আগে গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ এ বাঁহাতি পেসারকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে মাশরাফিদের সঙ্গে দেশে ফিরবেন মুস্তাফিজ।