176976

এবার পা মচকে মুস্তাফিজের দক্ষিণ আফ্রিকা সফর শেষ!


এক চোট থেকে সেরে ওঠার পর নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। সেই চেনা ছন্দ ফিরে পাওয়ার আগেই আবারো চোটের শিকার হলেন এই তরুণ।

অনুশীলনে পা মচকে যাওয়ার কারণে রবিবার প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। এবার জানা গেল গোটা সফরই শেষ হয়ে গেছে দ্য ফিজের!
টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘ব্যাপারটা কাল থেকে (ম্যাচের আগের দিন) আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট। আমি যতটুকু জানি, ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ‘

গত শনিবার অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে হারিয়ে হতাশ মাশরাফি। মুস্তাফিজ-বিহীন বোলিং আক্রমণ নিয়ে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে পরাজয়ের লজ্জা পেতে হয়েছে।

আজ সোমবার কেপটাউনে দলের সাথেই যাবেন মুস্তাফিজ।

সেখানে তার স্ক্যান করার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। আগামী ১৮ অক্টোবর বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ad

পাঠকের মতামত