176489

প্রস্তুতি ম্যাচেই নিজেকে জানান দিলেন সাকিব

টেস্ট সিরিজে তাকে পায়নি মুশফিকরা। তিনি না থাকায় খুশি ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শিবির।

কারণ সবাই জানেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব কোন মানের ক্রিকেটার। ওয়ানডে সিরিজ সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ ব্যাট হাতে নিজেকে জানান দিলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। ৫৪ বলে হাফ সেঞ্চুরি করার পর আউট হলেন ৬৮ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পাননি। সাব্বির রহমান ব্যাট করছেন ৪১ রানে।

প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৬১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭) আর লিটন দাস (৮)। দুজনেই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। পরীক্ষমুলকভাবে তিন নম্বরে নেমে লিটন দাসও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

পরবর্তী ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। মুশফিকুর রহিম ফিরেছেন ২২ রান করে। ভালো খেলতে খেলতে ২১ রানে এলবিডাব্লিউ হয়ে গেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। সবার বিপরীতে দাঁড়িয়ে সাকিব ৯টি চারে সাজিয়েছেন তার ৬৮ রানের ইনিংসটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের রান ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২০৩।

ad

পাঠকের মতামত