প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা
চা বিরতির আগেই লেখা হয়ে গিয়েছিল পরিণতি। লাঞ্চের পর দিনের দ্বিতীয় সেশনটিতে ৯০ রানে বাংলাদেশ হারায় ৪ উইকেট। যার মধ্যে চা বিরতির আগে পর পর তিনটি। ফলোঅন এড়ানো গেলেও দক্ষিণ আফ্রিকা যে বড় লিড পেতে যাচ্ছে এটা নিশ্চিত ছিল। বরং কতো লিড পায় স্বাগতিকরা সেটিই ছিল কৌতুহল। শেষ পর্যন্ত ১৭৬ রানের লিড নিল দক্ষিণ আফ্রিকা। তাদের ৩ উইকেটে ৪৯৬ রানের বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩২০ রানে অল আউট হলো।