174106

‘শাকিব খান নিজেও বিষয়টি নিয়ে বিব্রত’ (ভিডিও সহ)

গত ২৯ আগস্ট মধ্যরাতের ঘটনা। সেদিন রাজধানীর উত্তরায় বরেণ্য চিত্রনায়ক ফারুকের বাসায় চলচ্চিত্র পরিবার আর দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান উপস্থিত হন। তাদের মধ্যে যে ঝামেলা ছিল তা সমঝোতা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক, শাকিব খান, পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক বাপ্পারাজ, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবং প্রযোজক আরশাদ আদনান।

আলোচনার একপর্যা‌য়ে ফারুক ও শা‌কিব খা‌ন কোলাকু‌লি ক‌রেন। ভ‌বিষ্যতে একস‌ঙ্গে সম‌ঝোতা এবং সৌহার্দ্যপূর্ণ প‌রি‌বে‌শে কাজ করার ব্যাপা‌রে তাঁরা ঐকমত্য পোষণ ক‌রেন। একই সঙ্গে সব ধর‌নের ব‌হিষ্কারা‌দেশ প্রত্যাহার করার ব্যাপা‌রেও উভয় পক্ষ রাজি হয়। এরপর চিত্রনায়ক ফারুক বলেন, ‘শা‌কিব আমা‌দের ছে‌লে। ও যা ক‌রে‌ছে, না বু‌ঝে ক‌রে‌ছে। এখন আর আমা‌দের ম‌ধ্যে কোনো সমস্যা নেই। আমরা সবাই একস‌ঙ্গে কাজ করব।’

এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু সমস্যা বাঁধে পরেরদিন। সেদিন খবর রটে, শাকিব খানের সঙ্গে চিত্রনায়ক ফারুকের সমস্যা সমঝোতা হয়েছে। কিন্তু চলচ্চিত্র পরিবারের সমঝোতা হয়নি। এই সমঝোতা করতে গেলে শাকিব খানকে এফডিসি গিয়ে সবার কাছে ক্ষমা চাইতে হবে। বিষয়টা সবার কাছেই দৃষ্টিকটু লাগে। শাকিব খান নিজেও বিষয়টি নিয়ে বিব্রত। তিনি এটাকে বাড়াবাড়ি বলেছিলেন।

এ বিষয়ে আজ দেশরে শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। অনেকেই মনে করেন জায়েদ খানই আসলে এসব ঘটিয়েছেন। কিন্তু জায়েদ বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। রাজ্জাক ভাইয়ের লাশ যেদিন কবর দেওয়া হয়, সেদিন আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেছি। ফারুক ভাই সেদিন রাতে শাকিব ভাইকে বলেছিলেন, “তোমার যদি সম্ভব হয় তাহলে এফডিসিতে গিয়ে সবার সঙ্গে মিষ্টিমুখ কইরো, তুমি আমারই ছোট ভাই, এই সিনেমা দিয়েই কিন্তু তোমার নাম-যশ হইছে।” তাঁকে কেন এফডিসিতে এসে মাফ চাইতে হবে? তাঁর সঙ্গে যা ভুল-বোঝাবুঝি হয়েছে, তা তো ফারুক ভাইয়ের বাসায় সেদিন শেষ।’

শাকিবের ব্যাপারে চলচ্চিত্র পরিবারের বর্তমান অবস্থান নিয়ে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ফারুক ভাইয়ের অনুমতি নিয়ে বলছি, শাকিব ভাইয়ের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই একই ছায়াতলে আছি। এফডিসি শাকিব খানের বাড়ি। এখানে সে যখন মন চায় তখন আসবে, তবে ক্ষমা চাওয়ার জন্য তাঁকে এখানে আসতে হবে না। সে আসবে সবাইকে বুকে জড়িয়ে ধরার জন্য।’

শাকিব খানকে নিয়ে একটি মহলের অপতৎপরতার ব্যাপারে জায়েদ খান বলেন, ‘তাঁর কাছে আমি আবদার করেছি, ভাইয়া আমি আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আপনি কেন এখনো আমাকে শুভেচ্ছা জানাননি। তিনি আমাকে কথা দিয়েছেন, “আমি তোমাকে অবশ্যই ফুল দিতে আসব।” তৃতীয় একটি পক্ষ কোনোভাবেই চাচ্ছে না, শিল্পীরা সবাই এক হয়ে যাক। এই তৃতীয় পক্ষ বিভিন্ন পত্রিকার মাধ্যমে নানা বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা একই পরিবারে আছি। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে আজ বুধবার বিকেলে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের সদস্যরা।

 

খবর ও ভিডিও প্রথম আলো

 

ad

পাঠকের মতামত