174102

খুঁজে পাওয়া যাচ্ছে না শাকিব খানকে!

আজ সালমান শাহর ২১তম প্রয়ান দিবস। অনেক আগেই শাকিব বলেছিলেন, সালমানকে দেখেই তিনি চলচ্চিত্রে এসেছেন। সেই ছিল তার আইডল। অথচ সালমানের মৃত্যুবার্ষিকীতে তারই কোন খোঁজ নেই। কোথায় তিনি? এটা জানতে ফোন দেওয়া হয় তার মুঠোফোনে, কিন্তু সেটি বন্ধ। ফোন দেওয়া হয় তার একান্ত ব্যাক্তিগত নম্বারে সেটিও বন্ধ। তাহলে কি হারিয়ে গেলেন সুপারস্টার শাকিব খান? এমন প্রশ্ন যখন মাথার ঘুরপাক খাচ্ছে, তখন ফেসবুকে ভেসে উঠলো একটি ছবি। যেখানে ফুল হাতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। ছবির ক্যাপশন দেওয়া আছে- সৃষ্টিকর্তার শুকরিয়া, সুন্দর ভাবেই হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছেছি। হিথ্রো হলো লন্ডনের বিমানবন্দর। পরে মনে পড়লো, শাকিব খানেরতো ‘চালবাজ’ ছবির কাজে লন্ডন যাওয়ার কথা। মানে তিনি চলে গেছেন।

লন্ডন হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৪নং টার্মিনালের সামনে পরিচিতজনের সঙ্গে শাকিব

যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’ এর গানের কাজে লন্ডন গেছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী। এই ছবির কাজ শেষে ১৪ সেপ্টেম্বর ওমানে একটি শোতে অংশ নেবেন শাকিব।

উল্লেখ্য, এর আগে ‘চালবাজ’ ছবির শুটিং আটকে দিয়েছিল পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস। সংগঠনটি তখন ছবির ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ আনে। যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারসের সাথে ঝামেলা এখনো মেটেনি। তাই ছবির কাজ করার জন্য এবার মুম্বাইয়ের কারিগরি টিমের সহযোগিতা নেওয়া হচ্ছে। লন্ডনে ছবির শুটিং শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর থেকে অংশ নেবেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি আর ঢাকার অনন্য মামুন। ‘চালবাজ’ ছবির গল্প প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘নিখাঁদ একটি প্রেম কাহিনী। শাকিব একজন লাভার বয়, অন্যদিকে শুভশ্রী ঘর পালানো মেয়ে। ঘটনাচক্রে তাদের পরিচয়। এর বেশি বলা যাবে না।’

‌এদিকে ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দুটি ছবি। শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’। দুই ছবিতেই তার বিপরীতে আছেন বুবলি। ২৪বিবিডি.কম

ad

পাঠকের মতামত