উপদেষ্টা ফাওজুল কবির যেসব নির্দেশনা দিলেন সরকারের ব্যয় কমাতে
নিউজ ডেস্ক।। সরকারের ব্যয় কমানোর নীতি বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছেন সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে তিনি বলেন, উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এসব নির্দেশনার কথা বলা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যেসব নির্দেশনা দিয়েছেন:
অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছতা সাধন করতে হবে।
ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে Car Pooling করতে হবে।
উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।
এর আগে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুততার সাথে কার্যকর করতে হবে।
অফিস আদেশে বলা হয়, এ নির্দেশনা উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সকল দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে। উৎস: itvbd