দাবিদাওয়ার অজুহাতে সরকারকে বিব্রত করবেন না: নূর
নিউজ ডেস্ক।। দাবিদাওয়ার অজুহাতে অন্তর্বর্তী সরকারকে বিব্রত না করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আগামী এক মাসের মধ্যে কোনো দাবিদাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করবেন না। গতকাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নূর অভিযোগ করেন, একটি চক্র দাবির নামে আন্দোলন করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি এ চক্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের স্বৈরাচারী মনোভাব দিয়ে দেশের শান্তি বিঘিœত করতে পারবেন না। আজ দেশের ছাত্র-জনতা সোচ্চার হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যারা স্বাধীনভাবে কোনো দাবির জন্য কথা বলতে পারেননি, তাদের উদ্দেশে বলছি, বর্তমান সরকারকে একটু সময় দিন। পরবর্তীতে যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সমাধানের পথ খুঁজে বের করা হবে। বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নুরুল হক নূর বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করার গুরুত্বও উল্লেখ করেন এবং এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।