368450

নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক, যেদিন থেকে কার্যকর

নিউজ ডেস্ক।। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক রেপো সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। নতুন করে এই নীতিতে সুদহার ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে সোমবার, তাই সিদ্ধান্ত কার্যকর হবে মঙ্গলবার থেকে।

গত ৮ অগাস্ট ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথমবারের মত নীতি সুদহার বৃদ্ধির ঘটনা। নতুন গভর্নর আহসান এইচ মনসুরের অধীনে এটি প্রথম সিদ্ধান্ত।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সিদ্ধান্তের ফলে তারল্য সংকটে থাকা কোনো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিলে আগের চেয়ে বেশি সুদ গুনতে হবে। বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি কঠোরভাবে প্রয়োগ করছে।

রিভার্স রেপোর ক্ষেত্রেও সুদহার বেড়েছে। ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখলে আগের চেয়ে বেশি সুদ পাবে। অতিরিক্ত তারল্য তুলে নিতেও বাংলাদেশ ব্যাংককে বেশি সুদ দিতে হবে।

ব্যাংকারদের মতে, এতে ব্যাংক ঋণের সুদহার বাড়বে। কলমানিতে টাকা ধার করার খরচও বাড়বে।

স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহারও ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মে মাসে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে একদিন মেয়াদি রেপো সুদহার সাড়ে ৮ শতাংশ করেছিল।

আওয়ামী লীগ সরকারে থাকার সময় জুলাই মাসে আরো সুদহার বৃদ্ধির পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার সেই পরামর্শ গ্রহণ করেননি।

গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেন, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়ানো হবে। নতুন এই সিদ্ধান্ত সেই ঘোষণার বাস্তবায়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ad

পাঠকের মতামত