
জানেন এখন চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের কেজি কত?
ডেস্ক রিপোর্ট।। ইলিশের ভরা মৌসুমেও দাম কমেনি চাঁদপুরের বাজারগুলোতে। চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কম। চাঁদপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ’ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬’শ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজায় ভারতে ‘উপহার’ হিসেবে কিছু ইলিশ পাঠানো হলেও ২০১২ সাল থেকেই রপ্তানি বন্ধ রয়েছে।
সারা বছরই ক্রেতাদের কাছে চাঁদপুরের ইলিশের চাহিদা থাকে ব্যাপক। ইলিশের মৌসুমেও বিক্রি হচ্ছে চড়া দামে। এবার বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। তবে সরবরাহ কম থাকায় দাম বেশি। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।