শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২১ আগস্ট) এক সম্মেলনে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা তার কাজের পরিণতি ভোগ করছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানকে বিভক্তকারী হিসেবে উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যেমন কর্ম তেমন ফল।’
সম্মেলনে দেশটির মন্ত্রিবর্গ, চিফ অব দ্য আর্মি স্টাফ, উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে একটি রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে টানা ১৫ বছরের বেশি সময় শাসন করা আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি থেকে এর সূত্রপাত। আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ছবি ও ম্যুরাল ধ্বংস করা হয়।