পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে
ডেস্ক রিপোর্ট।। পদত্যাগ করে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। এর ফলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে কি না, তা নিয়েও চলছে আলোচনা।
বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হবে কি না, এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি। যদি স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তাকে বাংলাদেশে ফিরিতে দিতে বলব।
তিনি আরও বলেন, এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। ভারত এ ব্যাপারে অবগত এবং আমি নিশ্চিত, তারা বিষয়টি দেখবে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।