366382

শেখ হাসিনার নির্দেশনা নেতাকর্মীদের, কল রেকর্ড ভাইরাল (অডিওসহ)

নিউজ ডেস্ক।। গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনাকে ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায়।

ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি যে এ নির্দেশনা দিচ্ছি সেটা কাউকে বলা লাগবে না। তোমরা প্রশাসনের কাছে বলবে, অমুককে মারছে কেন, আমার ভাইকে মারছে কেন জবাব দাও। তরুণদের এভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মারছে কেন জবাব দাও।

ভারতেই থাকবেন শেখ হাসিনা

শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, তোমরা সবাই সেইফ থাকবা, নিরাপদ থাকবা। সবাইকে নিরাপদ থাকতে হবে- এটা মানুষকে জানিয়ে দাও।

এ সময় অন্য কণ্ঠস্বর থেকে বলতে শোনা যায়, আপা আমরা ছাত্রলীগ; আপনার সঙ্গে বেইমানি করি নাই। আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। প্রয়োজনে আবার জীবন দেব, এক হাজার বার জন্ম নিব। আপা আমরা আপনার সঙ্গে বেইমানি করিনি, কখনো করব না। উৎস: কালবেলা।

উপদেষ্টারা যেসব সুবিধা পাবেন দায়িত্ব পালনকালে

 

ad

পাঠকের মতামত