জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুর
নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জামিন দিয়েছে আদালত।
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর পার্থ বলেন, এখন আমরা একটি ভালো রাষ্ট্র উপহার দিতে চাই। দীর্ঘ ১৭ বছর অনেক কষ্ট হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পরিনি। মহান আল্লাহ হয়ত এতগুলো রক্তের বিনিময়ে এটি আমাদের দিয়েছেন।