365714

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক।। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস তিনি একথা জানিয়েছেন।

আজহারী লেখেন, খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল।

তিনি বলেন, যতো দেরি ততো আশঙ্কা।

এর আগে, একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন— দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।’

তরুণ প্রজন্মের জন্য আজহারী লিখেছেন, ‘আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

 

ad

পাঠকের মতামত