‘লং মার্চ টু ঢাকা’ চলছে মোড়ে মোড়ে তল্লাশি
নিউজ ডেস্ক।। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। একদফা দাবিতে বিক্ষোভকারীদের ‘ লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে।
সোমবার (০৫ আগস্ট) সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি রয়েছে।
আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার প্রবেশপথগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্ট বসিয়ে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।
রাজধানীর পীরেরবাগ, আজিমপুর রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, উত্তরায়সহ বিভিন্ন জায়গাতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা কড়া অবস্থানে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
চেকপোস্ট পার হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা প্রশ্ন করছেন তাদের। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না। সদুত্তর না মিললে ফিরিয়ে দেয়া হচ্ছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরের চারপাশে সাজোয়া যান নিয়ে পাহারা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে গলির মুখে কিছু কিছু উৎসক জনতা ও কিছু শিক্ষার্থীরা অবস্থান নেন। তবে সেনা সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিচ্ছেন। উৎস: সময়টিভি।